Site icon Jamuna Television

বাসের সিটে বসা নিয়ে রাবি শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ

রাজশাহী ব্যুরো:

বাসের সিটে বসাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বাস কন্ডাক্টর ও স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল ছোড়াছুড়ি হয়। শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে আহত হয়েছেন অনেকে। এ সময় ব্যাপক ভাঙচুরের পাশাপাশি ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।

জানা গেছে, বগুড়া থেকে মোহাম্মদ পরিবহনের একটি বাসে ক্যাম্পাসে ফিরছিলেন রাবির সমাজকর্ম বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী আলামিন আকাশ। বাসের সিটে বসাকে কেন্দ্র করে গাড়ির ড্রাইভার শরিফুল ও কন্ডাক্টর রিপনের সাথে কথা তার কাটাকাটি হয়।

পরে ক্যাম্পাস সংলগ্ন বিনোদপুর গেট এলাকায় এসে কন্ডাক্টরের সাথে আবারও বাকবিতণ্ডা হয় আকাশের। এ সময় স্থানীয় এক দোকানদার গিয়ে শিক্ষার্থীদের সাথে তর্কে জড়ায়। একপর্যায়ে উভয়ের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীরা ঘটনাস্থলে জড়ো হয় এবং দোকানদারের ওপর চড়াও হয়। একপর্যায়ে স্থানীয়রাও একজোট হয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।

পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করছেন তারা।

এএআর/

Exit mobile version