Site icon Jamuna Television

ক্যালিফোর্নিয়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আরও অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির। এরই মধ্যে একাধিক অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। ফলে সতর্কতার আওতায় এখন দেড় কোটি মানুষ। খবর এপির।

এদিকে, টানা বৃষ্টি ও বরফ গলে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। ভারী বৃষ্টি হয়েছে অঙ্গরাজ্যটির ৩৪টি কাউন্টিতে। থ্রি রিভার্স শহরে ঘরবাড়িতেও ঢুকে পড়েছে পানি। নিরাপদে সরে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে বাসিন্দাদের। আশপাশের আরও কয়েকটি শহরে চলছে উদ্ধার অভিযান।

বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি সেতু। ডুবে আছে রাস্তাঘাট। মন্টেরি কাউন্টিসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে অন্ধকারে ৪১ হাজার বাড়িঘর। উত্তর ও মধ্যাঞ্চলে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে। অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানোর নির্দেশনাও দিয়েছে প্রশাসন।

এসজেড/

Exit mobile version