Site icon Jamuna Television

হাল্যান্ডের গোলে ম্যানচেস্টার সিটির প্যালেস দুর্গ জয়

হাল্যান্ডের গোলে ইপিএলের ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ১-০ গোলে হারিয়ে টেবিল টপার আর্সেনালের ওপর চাপ অব্যাহত রাখলো ম্যানচেস্টার সিটি।

ক্রিস্টাল প্যালেসের মাঠে শুরু থেকেই দেখা মেলে আক্রমণাত্মক ফুটবলের। ম্যাচের তিন মিনিটেই রদ্রিগোর ভলি। কিন্তু রুখে দেন প্যালেসের গোলরক্ষক। এর ঠিক পরই গ্রিলিশের শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে যায়।

প্রথমার্ধের ২৮ মিনিটে দলকে এগিয়ে নেয়ার সুযোগ পান হাল্যান্ড। গোল মুখের সামনে থেকে নেয়া শট চলে যায় গোলপোস্টের ওপর দিয়ে। গোলশূন্য থাকে প্রথমার্ধ।

বিরতির পরও গোছালো আক্রমণ করতে পারছিল না সিটি। হুলিয়ান আলভারেজ, রদ্রিরা ছন্দ হারিয়েছেন প্যালেস গোলমুখে। শেষ পর্যন্ত ডেডলক ভাঙে ৭৮তম মিনিটে। ইলকাই গুনডোওয়ান ফাউলের শিকার হলে পেনাল্টি পায় সিটি। স্পট কিক থেকে হাল্যান্ডের গোলে স্বস্তির জয় পায় ম্যানচেস্টার সিটি।

২৭ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সিটিজেনরা। ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্সেনালের ম্যাচ আজ।

ইউএইচ/

Exit mobile version