Site icon Jamuna Television

সেইন্ট প্যাট্রিকস ডে: সবুজ রঙে রঙিন হলো শিকাগোর হিমশীতল নদী

সবুজ রঙয়ে রঙিন হলো নদীর পানি। বার্ষিক রীতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের শিকাগোর নদীতে ছড়ানো হয়েছে রঙ। তাতেই সবুজে ছেয়ে গেছে গোটা নদীর পানি। খবর শিকাগো ট্রিবিউনের।

শনিবার (১১ মার্চ) সেইন্ট প্যাট্রিকস ডে উপলক্ষ্যে ছিল এ আয়োজন। ছোট ছোট নৌকা দিয়ে কয়েক গ্যালন রঙ ছিটানো হয় নদীতে। ধীরে ধীরে গাঢ় সবুজ হয়ে ওঠে পুরো নদীর বরফ শীতল পানি। নদীতে রঙ ছড়ানোর দৃশ্য দেখতে ভিড় করেন বহু মানুষ।

শিকাগোয় ছয় দশক ধরে চলছে এ আয়োজন। মূলত এর মধ্য দিয়েই হয়, সেন্ট প্যাট্রিকস ডে উৎসবের সূচনা। রাতে নদীর বুকে ছিটানো হয় সবুজ রঙের ফোয়ারা। যা দেখতে জড়ো হয় হাজারো দর্শনার্থী। ১৯৬২ সালে প্রথম সূচনা হয় এই রীতির। সেই থেকে প্রতিবছরই সবুজ রঙে সাজে শিকাগো।

এসজেড/

Exit mobile version