Site icon Jamuna Television

নগ্ন হয়ে ঘুরছিলেন রাস্তায়, গ্রেফতার করতেই বললেন, ‘আরেক পৃথিবী থেকে এসেছি’

অভিযুক্ত ব্যক্তি। ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ব্যস্ত রাস্তায় সম্পূর্ণ নগ্ন হয়ে ঘুরে বেড়ানোর অপরাধে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ৪৪ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেফতারের পরই তিনি বলেন, আমি ভিন্ন এক পৃথিবী থেকে এসেছি। আমার কোনো নাম নেই। খবর এনডিটিভির।

গত ৮ মার্চ ঘটে এ ঘটনা। এ দিন রাস্তায় ওই ব্যক্তিকে নগ্ন অবস্থায় ঘুরতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে। এ সময় নাম জিজ্ঞেস করা হলে তিনি জানান, তার কোনো নাম নেই। তার কাছে এই পৃথিবীর কোনো দেশের পরিচয়পত্র বা আইডিও নেই। তিনি এসেছেন ভিন্ন এক পৃথিবী থেকে।

অবশ্য পরে ওই ব্যক্তির পরিচয় জানতে পেরেছে পুলিশ। তার নাম জন স্মিথ। তিনি দক্ষিণ পাম বিচের বাসিন্দা। অবশ্য কেনো তিনি এ কাণ্ড ঘটিয়েছেন তার কারণ এখনও জানতে পারেনি পুলিশ।

এসজেড/

Exit mobile version