Site icon Jamuna Television

তাসকিনের ব্রেক থ্রুর পর আক্রমণে এসেই সাকিবের আঘাত

ছবি : সংগৃহীত

ডাভিড মালানকে ক্রিজে খুব বেশি সময় থাকতে দেননি তাসকিন। এরপর বিপজ্জনক হয়ে ওঠার ইঙ্গিত দেয়া ফিল সল্টকে বোলিং আক্রমণে এসেই সাজঘরে পাঠিয়েছেন সাকিব আল হাসান। প্রতিবেদনটি লেখা পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ৭ ওভারে ২ উইকেট হারিয়ে ৫১ রান।

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। শুরুতেই ডাভিড মালানকে ফিরিয়ে দলকে ব্রেক থ্রু এনে দেন তাসকিন আহমেদ। তৃতীয় ওভারে অফ স্টাম্পের বাইরের বল স্ল্যাশ করতে গিয়ে থার্ডম্যানে হাসান মাহমুদের তালুবন্দি হন মালান। মালান ৬ বলে ৫ রান করে সাজঘরে ফিরেছেন।

ছবি: সংগৃহীত

এরপর মঈন আলীকে নিয়ে দলের রানের গতি বাড়িয়ে নেয়ার চেষ্টা করেন অপর ওপেনার ফিল সল্ট। কিন্তু আক্রমণে এসে তৃতীয় বলে সল্টকে কট অ্যান্ড বোল্ড করেন সাকিব আল হাসান। ১৯ বলে ২৫ রান করেছেন সল্ট। মইণ আলীর সাথে এখন ক্রিজে আছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার।

প্রসঙ্গত, তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিকরা। আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখে প্রথমবারের মতো ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের আনন্দে মাতবে বাংলাদেশ।

এএআর/এম ই

Exit mobile version