Site icon Jamuna Television

ঝোপঝাড়ে আগুন লাগিয়ে নিজেও দগ্ধ, মারা গেলেন বৃদ্ধ শিক্ষক

অবসরপ্রাপ্ত শিক্ষক মমতাজ উদ্দিন। ছবি: সংগৃহীত

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার কলারোয়ায় কবরস্থান পরিষ্কার করতে গিয়ে আগুনে দগ্ধ হয়ে মমতাজ উদ্দিন (৭৭) নামে অবসরপ্রাপ্ত এক শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি চন্দনপুর হাইস্কুলের শিক্ষক ছিলেন। রোববার (১২ মার্চ) বেলা আড়াইটার দিকে উপজেলার চন্দনপুর ইউনিয়নের দাড়কি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের ছেলে শরিফুল ইসলাম জানান, বাড়ির আঙিনা থেকে কিছুটা দূরে বাঁশবাগানে শুকনো পাতা জড়ো করে আগুন ধরিয়ে দেন বাবা। অসাবধনতাবশত তার পরনে থাকা লুঙ্গিতে আগুন ধরে যায়। জায়গাটি নির্জন হওয়ায় তার চিৎকারে লোকজন এগিয়ে আসার আগেই তিনি আগুনে পুড়ে মারা যান।

ওই শিক্ষকের আগুনে পুড়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কলারোয়া থানার ওসি নাসিরুদ্দিন মৃধা।

এএআর/

Exit mobile version