Site icon Jamuna Television

রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে জেলা ও উপজেলা প্রশাসনকে নির্দেশ

রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে জেলা ও উপজেলা প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া।

রোববার (১২ মার্চ) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে মুখ্য সচিব এসব কথা জানান। সে সঙ্গে, সারা দেশে বিদ্যুৎ, পানিসহ অন্যান্য ইউটিলিটি সেবা যাতে স্বাভাবিক অবস্থায় থাকে তার জন্যও ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া বলেন, বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুদ যাচাই করে দেখছে সরকার। কোনো অসাধু চক্র যাতে বাজারে কৃত্রিম সঙ্কট তৈরি করতে না পারে সেদিকে নজর রাখতে জেলা উপজেলা প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে। এ ছাড়াও টিসিবির নানা কার্যক্রম এবং সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি আরও জোরদার করা হবে বলেও জানান মুখ্যসচিব।

আরও পড়ুন: এসেনসিয়াল ড্রাগসে ৪৭৭ কোটি টাকা লোপাট: অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের

/এম ই

Exit mobile version