Site icon Jamuna Television

নিজেকে নিজে বিয়ের ১ দিন পরেই দিলেন বিচ্ছেদের ঘোষণা

ছবি: সংগৃহীত

নিজেকে নিজে বিয়ের একদিন পরেই আবার ডিভোর্সের সিদ্ধান্ত দিয়েছেন আর্জেন্টাইন এক তরুণী। খবর ডেইলি মেইল‘র।

প্রতিবেদনে বলা হয়, ২৫ বছর বয়সী নারীর নাম সোফি মাউরে। তিনি আর্জেন্টিনার নাগরিক। গত মাসে বিয়ের পোশাকে ছবি দিয়ে তিনি নিজেকে নিজে বিয়ের ঘোষণা দিয়েছিলেন।

সোফির টুইটাও ও ইনস্টাগ্রাম মিলে ৫ লক্ষের বেশি ফলোয়ার আছে। সে তার আইডিতে জানায়, বিয়ের জন্য একটি পোশাক কিনেছেন এবং একটি কেক তৈরি করেছেন দিনটি উদযাপনের জন্য।

বেশ কিছু ফলোয়ারের সমর্থন স্বত্বেও বিয়ের পরদিন ২০ ফেব্রুয়ারি তিনি বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন।

বিয়ের পোশাকে সোফি

বিবাহ বিচ্ছেদের প্রসঙ্গে তিনি জানান, ‘আমি আমাকে বিয়ে করেছিলাম, কিন্তু বিষয়টা আর নিতে পারছি না। বিচ্ছেদের কার্যক্রম কীভাবে শুরু করা যায়, দেখি।’

বিয়ের জন্য বানানো কেক

বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেয়ার পর সোফির বন্ধুরা নানা ধরনের মন্তব্য শুরু করেছেন। কেউ বলেছেন আইনজীবীর পরামর্শ নিতে। কেউ বলছেন, এ জন্যই ভেবেচিন্তে করতে হয়।

/এনএএস

Exit mobile version