Site icon Jamuna Television

পুলিশকে মামলা দিতে বাধ্য হলো পুলিশ! (ভিডিও)

নিরাপদ সড়কের দাবিতে রাজধানীসহ সারাদেশে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার পঞ্চম দিনের এই আন্দোলনে তাদের কাছে বৃষ্টিও বাধা হয়ে দাঁড়াতে পারেনি। সকাল ১০টার পর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পাশাপাশি অন্যদিনের মতো চলতে থাকে সবধরনের গাড়ি চালকদের কাগজপত্র পরীক্ষা।

একপর্যায়ে বিজিবি‌’র একটি গাড়ি সেখান দিয়ে আসে। শিক্ষার্থীরা ওই গাড়ি আটকিয়ে কাগজপত্র পরীক্ষা করে ছেড়ে দেয়। এর কিছুক্ষণ পরে পুলিশেরও একটি গাড়ি আটকায় শিক্ষার্থীরা। এসময় পাশেই কিছু পুলিশ আগে থেকে দাঁড়িয়ে ছিলো। পরে গাড়ির ড্রাইভারের কাগজপত্র দেখতে চাইলে তিনি দেখাতে পারেননি। ফলে ড্রাইভারকে নামিয়ে দাঁড়িয়ে থাকা পুলিশের কাছে নিয়ে যায় শিক্ষার্থীরা। মামলা দিতে বলে। পুলিশের সদস্যরা প্রথমে শিক্ষার্থীদের আটক পুলিশকে ছেড়ে দিতে বললেও পরে চাপের মুখে মামলা দিতে বাধ্য হয়।

Exit mobile version