Site icon Jamuna Television

কন্ডিশনিং ক্যাম্পে গিয়ে ওমরাহ করলেন বাংলাদেশের ফুটবলাররা

ছবি: সংগৃহীত।

মক্কায় পবিত্র ওমরাহ পালন করলেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলাররা। সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেখানে গিয়েই ওমরাহ পালন করেছেন তারা।

রোববার (১২ মার্চ) সৌদি ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় মদিনা থেকে মক্কায় যান ২০ জন ফুটবলার ও ৫ জন কোচিং স্টাফ। সৌদি সময় দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত ওমরাহ পালন করেন জামালরা। নিজ পরিবার, ফুটবলের উন্নয়নের পাশাপাশি দেশের জন্যও দোয়া করেছেন তারা। আজ সোমবার আবারও অনুশীলন করবেন জামালরা।

এর আগে ১১ মার্চ রাতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল মদিনার ক্লাব উহুদের সঙ্গে একটি অনুশীলন ম্যাচে অংশ নেয়। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। লাল-সবুজ জার্সিতে মিডফিল্ডার সোহেল রানা একটি গোল করেন।

এসজেড/

Exit mobile version