Site icon Jamuna Television

রাবি শিক্ষার্থীদের অবরোধ: স্বাভাবিক হয়েছে রাজশাহীর রেল চলাচল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেললাইন অবরোধ শেষে ঢাকাসহ অন্যান্য জেলার সাথে রাজশাহীর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। রোববার (১২ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রেললাইন থেকে সরে যায় শিক্ষার্থীরা। এরপরই রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

এর আগে রোববার সন্ধ্যা ৭টার দিকে ক্যাম্পাসের প্রধান ফটক ছেড়ে রেললাইনে অবস্থান নেয় রাবি শিক্ষার্থীরা। এতে রাজশাহীর সাথে চাঁপাইনবাবগঞ্জ ছাড়া সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

এ সময় বেশ কিছু দাবি তোলেন এসব শিক্ষার্থী। এর মধ্যে রয়েছে প্রক্টরের অপসারণ, শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার, আহতদের চিকিৎসার ব্যয়ভার বহন ও বিনোদপুর এলাকায় নিরাপত্তা নিশ্চিতকরণ। পরে রাত সাড়ে ১১টার দিকে রেললাইন ছেড়ে ক্যাম্পাসে ফিরে যায় শিক্ষার্থীরা। এর এক ঘণ্টা পর রেলচলাচল স্বাভাবিক হয়।

এসজেড/

Exit mobile version