Site icon Jamuna Television

ওয়াশিংটন-সিউলের যৌথ মহড়ার আগেই মিসাইল ছুড়ে সতর্ক করলো দক্ষিণ কোরিয়া

আবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। এবার সাবমেরিন থেকে দুটি ক্রুজ মিসাইল ছুড়েছে দেশটি। সোমবার (১৩ মার্চ) অঞ্চলটিতে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া শুরু হওয়ার কথা। তবে তার আগেই মিসাইল ছুড়ে যেন সতর্কবার্তা দিলো দেশটি। খবর সিএনএন এর।

এর কয়েকদিন আগেই অত্যাধুনিক সব সমরাস্ত্রের প্রদর্শনীতে উপস্থিত ছিলেন কিম জং উন। সেখানেই শত্রুদের পরিকল্পনা নস্যাৎ করার নির্দেশ দেন সেনাবাহিনীকে। কিম জানান, যুদ্ধ উসকে দেয়ার চেষ্টা করছে শত্রুরা। তাদের হুঁশিয়ার করতেই চালানো হবে নিত্যনতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা।

যৌথ এ মহড়াকে পুরোদমে সামরিক আগ্রাসন হিসেবে বিবেচনা করছে পিয়ংইয়ং। সেভাবেই প্রস্তুতি নিয়েছে দেশটির সামরিক বহর। কারণ ২০১৮ সালের পর আবারও কোরীয় উপকূলে দুই মিত্র ওয়াশিংটন-সিউলের শক্তিমত্তা যাচাই হচ্ছে। যাকে ‘ফ্রিডম শিল্ড- টোয়েন্টি থ্রি’ নামে আখ্যায়িত করা হচ্ছে। আর তাই অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে চাইছে কিম জং উন প্রশাসন।

এসজেড/

Exit mobile version