Site icon Jamuna Television

পয়েন্ট খোয়ালো ম্যানচেস্টার ইউনাইটেড

প্রিমিয়ার লিগের অপর ম্যাচে সাউদাম্পটনের বিপক্ষে গোল শূন্য ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। চার ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন দলটির অন্যতম সেরা তারকা ক্যাসেমিরো।

ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে বড় ধাক্কা খেয়েছে এরিক টেন হ্যাগের দল। ম্যাচের ৩৮ মিনিটে কার্লোস আলকারেজকে ফাউল করে হলুদ কার্ড দেখেন ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার ক্যাসেমিরো। কিন্তু প্রতিপক্ষ তাতে সন্তুষ্ট না হওয়ায় ভিএআর চেক করা হয়। এরপর লাল কার্ড দেখিয়ে ব্রাজিলিয়ান তারকাকে মাঠ ছাড়ার নির্দেশ দেন ম্যাচ রেফারি। এই লাল কার্ডের কারণে চার ম্যাচ ম্যানইউয়ের হয়ে খেলতে পারবেন না ক্যাসেমিরো। কারণ মৌসুমে এটি তার দ্বিতীয় লাল কার্ড।

১০ জনের দল নিয়ে দ্বিতীয়ার্ধে লড়তে থাকে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে গোলের দেখা পায়নি কোনো দল। শেষার্ধের অতিরিক্ত সময়ে লুক শ হলুদ কার্ড দেখলেও ১০ জনের বিপক্ষে গোল করতে পারেনি টেবিলের ২০ নম্বর দল। পয়েন্ট হারালেও তিনেই রইলো রেড ডেভিলসরা, ২৬ ম্যাচ খেলে ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৫০।

ইউএইচ/

Exit mobile version