Site icon Jamuna Television

আবারও পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে প্রাণ গেলো ৩ ফিলিস্তিনির

দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারালেন কমপক্ষে ৩ ফিলিস্তিনি। রোববার (১২ মার্চ) তথ্যটি নিশ্চিত করে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আরব নিউজের।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, দখলদার বাহিনীর হামলায় নিহতরা হলো ১৮ বছরের মোহাম্মেদ রায়েদ, ২২ বছরের উদয় এবং ২৪ বছরের জিহাদ। তারা সবাই নাবলুস শহরের বাসিন্দা।

‌এদিকে, এ ঘটনায় ক্ষুব্ধ ফিলিস্তিনিরা। সোমবার অঞ্চলটিতে ধর্মঘট পালনের উদ্যোগ নিয়েছে মুসলিম সম্প্রদায়। অবশ্য ইসরায়েলি বাহিনীর দাবি, চেকপোস্টের কাছে ভারী অস্ত্র নিয়ে হামলা চালিয়েছিল ফিলিস্তিনিরা। তাদের হাতে ছিল এম-সিক্সটিন রাইফেল ও পিস্তল। এলোপাতাড়ি গুলি চালাতে থাকলে হামলা মোকাবেলায় পাল্টা অভিযান চালায় ইহুদি সেনারা। এতে গোলাগুলিতে প্রাণ যায় ঐ তিনজনের। তারা সবাই আল-আকসা মার্টায়ার্স ব্রিগেডের সক্রিয় সদস্য, এমনটা জানিয়েছে স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনটি। চলতি বছর ৮০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

এসজেড/

Exit mobile version