Site icon Jamuna Television

অস্কারে চিনতে পারেনি দীপিকাকে! নাম নিয়ে হলো যে কেলেঙ্কারি

ছবি: বাঁ দিক থেকে ক্যামিলা অ্যালভেস ও দীপিকা পাড়ুকোন

এ বছরের অস্কার অনুষ্ঠানের অন্যতম উপস্থাপক হিসেবে ছিলেন দীপিকা পাড়ুকোন। ভারতীয় তারকা থেকে তিনি হয়ে উঠেছেন এখন আন্তর্জাতিক ব্যাক্তিত্ব। গেল বছর কান চলচ্চিত্র উৎসবেও ছিলেন জ্যুরি বোর্ডের অন্যতম সদস্য। বিশ্বকাপের মঞ্চেও দেখা গিয়েছে তাকে। তবুও অস্কারের মঞ্চে তাকে নাকি চেনা যায়নি। খবর এনডিটিভির।

অস্কারের উপস্থিত ছিল আন্তর্জাতিক সব গণমাধ্যম। সেখানে এএফপি বা গেটি ইমেজের মতো গণমাধ্যম তার নামের জায়গায় বসিয়েছে ব্রাজিলিয়ান মডেল ক্যামিলা অ্যালভেসের নাম।

এখান থেকে শুরু হয় গোলমাল। তাদের ছবির ক্যাপশন দেখে অন্যান্য গণমাধ্যমও লিখেছে সেই একই নাম। ৮০’র দশকের হলিউডের অভিনেত্রীর লুকে দেখে তাকে সংবাদ সংস্থা ভেবেছে তিনি বুঝি হলিউড অভিনেতা ম্যাথিউ ম্যাককনহের স্ত্রী ক্যামিলা।

এটিএম/

Exit mobile version