Site icon Jamuna Television

সাংবাদিক শাকিল হত্যাচেষ্টা মামলায় ৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শাকিল হাসান।

যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শাকিল হাসান ও ভিডিও জার্নালিস্ট শাহীন আলম হত্যাচেষ্টা মামলার আসামি হাবিবুর, শাওন ও কবিরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার (১৩ মার্চ) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিম চৌধুরী শুনানিতে আদালতে হাজির না থাকায় আসামিদের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন। একইসঙ্গে, ২৮ মার্চ পুনরায় যুক্তিতর্ক উপস্থাপনের দিন নির্ধারণ করে আদালত।

এর আগে, মামলাটি রায়ের জন্য অপেক্ষমান থাকলেও পুনরায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য নেন আদালত। মামলার ভিডিও ফুটেজ গায়েব হওয়ায় বাদীপক্ষের পুনরায় জমা দেয়া ফুটেজও গ্রহণ করেছে আদালত। ২০১৬ সালে পুরান ঢাকায় অনুসন্ধানী প্রতিবেদনের কাজে গেলে যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শাকিল হাসান ও ভিডিও জার্নালিস্ট শাহীন আলমকে হত্যা চেষ্টা করে অবৈধ পলিথিন ব্যবসায়ীরা।

/এম ই

Exit mobile version