Site icon Jamuna Television

সরকারই এখন দেশের সবচেয়ে বড় সংকট; খন্দকার মোশাররফের মন্তব্য

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

সরকারই এখন দেশের সবচেয়ে বড় সংকট; এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য গেলো ১৪ বছরে হিটলারি কায়দায় নিপীড়ন করে রোল মডেল তৈরি করেছে আওয়ামী লীগ সরকার।

সোমবার (১৩ মার্চ) দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে জিয়া পরিষদ আয়োজিত ‘মৃত্যুকুপে ধাবমান বাংলাদেশ-২’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। বলেন, এই সরকার চাপাবাজি ও গায়ের জোড়ে ক্ষমতায় টিকে আছে। অভিযোগ করে তিনি বলেন, বিএনপির ৬’শর বেশি নেতাকর্মীকে গুম করা হয়েছে। এছাড়া এক লাখের উপর মিথ্যা মামলা দেয়া হয়েছে নেতাকর্মীদের নামে।

তিনি আরও বলেন, গুম, গ্রেফতার, হামলা-মামলা করে বিএনপির আন্দোলন দমানোর চেষ্টা করছে সরকার। কিন্তু এসব করে সরকারের কোনো লাভ হবে না বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া বিএনপিকে ছাড়া নির্বাচন করলে সেটা অংশগ্রহণমূলক হবে না বলেও জানান খন্দকার মোশাররফ হোসেন।

আরও পড়ুন: ভোটকেন্দ্রে সংবাদকর্মীদের পুলিশ বাধা দিলে ছবি তুলে কমিশনে জানাবেন: সিইসি

/এম ই

Exit mobile version