Site icon Jamuna Television

চাকরির প্রলোভনে দুই তরুণীকে ভারতে পাচার, মূলহোতা গ্রেফতার

রূপগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে চাকরির প্রলোভন দেখিয়ে শ্যামলী রানী (১৭) ও শিলা রানী (১৭) নামে দুই তরুণীকে ভারতে পাচারের অভিযোগে নবী হোসেন মোল্লা (৫৫) নামে প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৩ মার্চ) সকালে জেলার সোনারগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) আতাউর রহমান জানান, চলতি বছরের ১ জানুয়ারি উপজেলার ভুলতা এলাকা থেকে শ্যামলী রানী ও তার বান্ধবী শিলা রানীকে চাকরির প্রলোভন দেখিয়ে একটি চক্র অজ্ঞাত স্থানে নিয়ে যায়। তাদের খুঁজে না পেয়ে এ ঘটনায় রূপগঞ্জ থানায় নিখোঁজ ডাইরি করেন তাদের পরিবার। পরে গত ২৪ জানুয়ারি ভারতীয় একটি মোবাইল নম্বর থেকে নিখোঁজ শ্যামলী তার মাকে ফোনে তাদের অপহরণের পর ভারতে পাচারের বিষয়টি জানান।

তিনি আরও জানান, অধিক বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে সোনারগাঁও এলাকার হাশেম আলীর ছেলে নবী হোসেন মোল্লা ও আইজা মিয়ার ছেলে জাকির হোসেন তাদের পাচার করেছেন। বর্তমানে তারা ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁও এলাকায় আটক আছে। এ ঘটনায় ২৫ জানুয়ারি শ্যামলীর মা মুক্তা রানী রায় বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করলে সোমবার সকালে সোনারগাঁও থেকে প্রধান আসামি নবী হোসেন মোল্লাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নবী হোসেন দুই নারীকে টাকার বিনিময়ে ভারতে পাচার করার কথা স্বীকার করেছেন। আটককৃতকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

ইউএইচ/

Exit mobile version