Site icon Jamuna Television

সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল মলদোভা, কর্তৃপক্ষ বলছে, ‘রুশ উস্কানি’

ai

ইউরোপের দেশ মলদোভায় সরকার বিরোধী বিক্ষোভের জেরে চলছে ব্যাপক ধরপাকড়। বিক্ষোভে সহিংসতার অভিযোগে এখন পর্যন্ত ৫৪ জনকে আটক করেছে পুলিশ। খবর দ্য গার্ডিয়ানের।

রোববার (১২ মার্চ) আবারও রাজধানী চিসিনাওয়ের রাজপথে নামেন রুশপন্থী সংগঠন শোর পার্টির হাজারো সমর্থক। রাষ্ট্রপতি মাইয়া সান্দুর পদত্যাগের দাবিতে স্লোগানও দেন তারা। এ সময় পুলিশ বাধা দিতে আসলে শুরু হয় সংঘর্ষ। মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় চারপাশ।

চলমান অর্থনৈতিক মন্দা ও রুশ-ইউক্রেন যুদ্ধে জড়ানোর জন্য পশ্চিমাপন্থী সরকারকে দায়ী করে আন্দোলনকারীরা। তবে সরকারের দাবি, রাশিয়ার উস্কানিতেই চলমান অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমনকি বিক্ষোভ অব্যাহত রাখতে বিদেশি অর্থ সহায়তা দেয়া হচ্ছে বলেও দাবি দেশটির সরকারের। গত এক সপ্তাহ ধরে বিক্ষোভে উত্তাল অবস্থা দেশটিতে। সরকারের পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছেন হাজারো মানুষ।

এসজেড/

Exit mobile version