Site icon Jamuna Television

সুলতানস ডাইনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি; তবে মাংস কেনায় অনিয়মে মামলা হবে

সুলতান'স ডাইনের ফেসবুক পেজ থেকে নেয়া ছবি।

সুলতানস ডাইনের বিরুদ্ধে খাসির বদলে অন্য প্রাণীর মাংস ব্যবহারের অভিযোগ প্রমাণ হয়নি। এই অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ না হওয়ায় প্রতিষ্ঠানটিকে অব্যাহতি দেয়া যেতে পারে বলে মন্তব্য করেছেন ভোক্তা অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।

সোমবার (১৩ মার্চ) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সম্মেলন কক্ষে সুলতানস ডাইনের তদন্ত সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। তবে, মাংস কেনায় যথাযথ নিয়ম না মানায় সুলতানস ডাইনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

ভোক্তা অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিউজ্জামান বলেন, সুলতানস ডাইন ‘মা বাবার দোয়া গোস্ত বিতান, কাপ্তানবাজার’ নামক ভেন্ডারের মাধ্যমে খাসির মাংস সংগ্রহ করে। কাপ্তানবাজারে খাসি জবাই করার সময় অভিযুক্ত প্রতিষ্ঠানের প্রতিনিধি মাঝে মধ্যে উপস্থিত থাকেন। ভেন্ডর নিজ দায়িত্বে মাংস অভিযুক্ত প্রতিষ্ঠানে পৌঁছায়। গত ৯ মার্চ অভিযুক্ত প্রতিষ্ঠানের ম্যানেজার মৌখিকভাবে ১৫০ কেজি খাসির মাংস সংগ্রহের কথা জানান। কিন্তু ভেন্ডর ১২৫ কেজি সরবরাহের কথা জানান। সন্দেহযুক্ত চিকন হাড়ের ব্যাপারে অভিযুক্ত জানান, তারা ৭ থেকে ৯ কেজি ওজনের খাসির মাংস ব্যবহার করেন। আকারে ছোট হওয়ায় এসব খাসির হাড় চিকন হয়।

/এমএন

Exit mobile version