Site icon Jamuna Television

মিতু হত্যা: বাবুল আক্তারসহ ৭ আসামির বিচার শুরু

স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারসহ ৭ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত।

সোমবার (১৩ মার্চ) উভয়পক্ষের শুনানি শেষে চট্টগ্রামের অতিরিক্ত তৃতীয় মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিন চার্জ গঠনের আদেশ দেন। এর মধ্য দিয়ে চাঞ্চল্যকর এ মামলার বিচারিক কার্যক্রম শুরু হলো।

এর আগে বেলা ১২টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বাবুল আক্তার, আনোয়ার হোসেন, শাহজাহান মিয়া ও মোতালেব মিয়া ওয়াসিমকে আদালতে হাজির করা হয়। এছাড়া জামিনে থাকা এহতেশামুল হক ভোলাও আদালতে উপস্থিত ছিলেন, তবে অপর দুই আসামি পলাতক রয়েছেন।

শুনানির সময় বাবুল আক্তারের আইনজীবীরা মামলা থেকে তাকে অব্যাহতির আবেদন জানালেও তা নাকচ করে দেন আদালত।

ইউএইচ/

Exit mobile version