Site icon Jamuna Television

ববি রাজনীতিতে আসছেন কিনা? যা বললেন প্রধানমন্ত্রী

৭ মার্চে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির ফুল দিতে যাওয়া কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন, পরিবারের সদস্য হিসেবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফুল দিয়েছেন তিনি।

কাতার সফর নিয়ে সোমবার (১৩ মার্চ) বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ মন্তব্য করেন। জানান, তারা (সজীব ওয়াজেদ জয়, ববি, সায়মা ওয়াজেদ পুতুল) আগে থেকেই দেশের জন্য কাজ করছে। নানা প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন বিষয়ে তারা এসব কাজ করছেন।

এর আগে, রাদওয়ান মুজিব সিদ্দিক ববির শ্রদ্ধা নিবেদনের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশে নেই। ঐতিহাসিক ৭ মার্চ আমাদের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ দিবস। প্রধানমন্ত্রী ও পরিবারের পক্ষ থেকে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ফুল দিয়েছেন।

একসময় দেশের মানুষের অধিকার ক্যান্টনমেন্টে বন্দি ছিল উল্লেখ করে সরকার প্রধান বলেন, দেশে যে দল বেশি লাফায় তাদের দুই জন নেতাই সাজাপ্রাপ্ত আসামি। তাদের পাচার করা অর্থ সরকার ফেরত এনেছে। এদের কাছে জনগণ কিছুই আশা করে না।

/এমএন

Exit mobile version