Site icon Jamuna Television

হেলিকপ্টারে তাসকিন-সোহানকে নিয়ে নিজ বাড়ি মাগুরায় গেলেন সাকিব

ছবি: সংগৃহীত

সিরিজের শেষ ম্যাচের আগের দিন হঠাৎ নিজ বাড়ি মাগুরায় গিয়েছেন টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক ও নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান। তার ঝটিকা সফরসঙ্গী ছিলেন পেসার তাসকিন আহমেদ ও নুরুল হাসান সোহান।

আজ (১৩ মার্চ) দুপুর ১টায় হেলিকপ্টার যোগে মাগুরা শহরের পুলিশ লাইন মাঠে সাকিব নিজ জেলায় পা রাখেন। সেখান থেকে কড়া পুলিশী নিরাপত্তায় সরাসরি চলে যান মাগুরা সাব-রেজিষ্ট্রি অফিসে। সেখানে সাকিব তার নামে পূর্বে ক্রয়কৃত শহরের ভায়না স্কুল সংলগ্ন ৮ শতাংশ জমির বিক্রয় কার্যক্রম সম্পন্ন করেন। এ সময় উৎসুক জনতাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান সাকিব।

ছবি: সংগৃহীত

রেজিষ্ট্রি অফিস থেকে সাকিব সরাসরি চলে যান শহরের কেশব মোড়স্থ সাহাপাড়ার তার নিজ বাড়িতে। মায়ের হাতে নিজের পছন্দের নানা রকম খাবার দিয়ে দুপুরের ভোজ শেষ করেন। এরপর নিজ বাড়িতে আত্মীয়স্বজনের সাথে কাটিয়েছেন কিছু সময়, এরপর আবার বিদায় নিয়ে ঢাকার ফেরেন সাকিব। সাকিব যাওয়ার খবরে ভক্তরাও একনজর দেখতে ভীড় জমান সেখানে। তবে বাড়িতে স্থানীয় সাংবাদিকরা অপেক্ষা করলেও কোনো কথা বলেননি সাকিব ও তাসকিন। শুধু হাসিমুখে বিদায় নেন তারা।

/আরআইএম

Exit mobile version