Site icon Jamuna Television

চট্টগ্রামে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার

ফাইল ছবি

চট্টগ্রামের মেহেদীবাগের দারুস সফা নামের একটি মাদরাসা থেকে শাবিব শায়হান (৯) নামের ৪র্থ শ্রেণীর এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টায় তার মরদেহ উদ্ধারের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ মাদরাসা কর্তৃপক্ষের দাবি, শিশুটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে তার পরিবারের দাবি ভিন্ন৷ নিহত শাবিব তার বাবা-মায়ের সাথে নগরীর দামপাড়া পল্টন রোড়ে একটি বাসায় থাকতো৷

নিহতের বাবা মশিউর রহমান বলেন, প্রতিদিন সকালে ছেলেকে মাদরাসায় দিয়ে আবার সন্ধ্যায় নিয়ে যাই৷ সোমবার সন্ধ্যায়ও মাদরাসায় গিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করছিলাম। কিন্তু, ছেলে নিচে না নামলে তার শিক্ষকদের বলি। তারা ‘পাঠাচ্ছি’ বলে কালক্ষেপণ করেন৷ এভাবে প্রায় ২০ মিনিট পর চিৎকার শুনে ৩য় তলায় গিয়ে দেখি তারা আমার ছেলেকে ধরাধরি করে নিচে নামিয়ে হাসপাতালে নিচ্ছে। জানতে চাইলে বলে ‘গলায় ফাঁস দিয়েছে শাবিব৷

মশিউরের দাবি, তার ছেলের গলায়, মুখে ও গালে আঘাতের চিহ্ন দেখেছেন তিনি৷

চকবাজার থানার ওসি কর্মকর্তা মনজুর কাদের মজুমদার এ প্রসঙ্গে জানান, ঘটনাটি হত্যা নাকি আত্নহত্যা তা আমরা খতিয়ে দেখছি৷

/এসএইচ

Exit mobile version