Site icon Jamuna Television

এটা একটা দুর্ঘটনা, ওজন কোনো সমস্যা নয়: নিরব (ভিডিও)

সম্প্রতি একটি অনুষ্ঠানে নাচতে একসাথে গিয়ে পড়ে যান জনপ্রিয় চিত্রনায়ক নিরব হোসেন ও আরেক চলচ্চিত্র অভিনেত্রী অপু বিশ্বাস। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার সাথে সাথে শুরু হয় নানান আলোচনা-সমালোচনা। ক্রমাগত সমালোচনার মুখে এ ব্যাপারে এবার মুখ খুলেছেন নিরব। সম্প্রতি দেয়া এক সাক্ষাতকারে ঘটনাস্থলে কী ঘটেছিল তার বিস্তারিত দিয়ে পুরো ব্যাপারটি ব্যাখ্যা করেন তিনি।

নিরব জানান, স্টেজে গিয়ে ওরা আমাকে বলেছিল যে, ‘ভাইয়া এখানে মোজাইক করা। এটা কিন্তু স্টেজ না।’ আর, জায়গাটা পিচ্ছিলও ছিল, তাই আগেই সাবধান করেছিল আমাদেরকে। জায়গাটা বেশ ছোটও ছিল। ১২ জনের পারফর্ম করার কথা থাকলেও শেষ পর্যন্ত ৮ জন পারফর্ম করেছে স্টেজে জায়গা না থাকায়। আর সত্যি বলতে পারফরমেন্সের সময় এতো কিছু মাথায়ও থাকে না। পারফর্মেন্সের সময় অপু যে ড্রেসটা পরেছিল সেটা ছিল সিনথেটিকের। ওঠার সময় কাপড়ের কারণেই আমরা পড়ে যাই। পারফরমেন্সের জায়গাটাও ছিল খুবই কমপ্যাক্ট।

নিরব বলেন, ওজনের সমস্যা না। যদি ওজনের সমস্যা হতো তাহলে তো আর আমি পড়তাম না শুধু অপুই পড়ে যেতো। দুজন একসাথে পড়েছি আবার একসাথে উঠে ঠিক যেভাবে বলা ছিল সেভাবে পারফরমেন্স শেষও করেছি আমরা।

নিরবের বক্তব্য দেখতে ক্লিক করুন এখানে

নিরব আরও বলেন, মানুষ তো এসব নিয়ে কথা বলতে পছন্দ করে, মজাও পায়। সবকিছুরই ভাল ও মন্দ দিক আছে। অনেকেই আমাদের অসুবিধার ব্যাপারটা বুঝতে পেরেছেন। ব্যাপারটা খুবই সিম্পল, এটা নিয়ে এতো বেশি কথা বলার কিছু দেখি না। এ দুর্ঘটনাকে আমরা সাধারণভাবে দেখতে পারি, এটা যে কারো সাথেই হতে পারে।

/এসএইচ

Exit mobile version