Site icon Jamuna Television

চ্যাম্পিয়নস লিগে রাতে লাইপজিগের মুখোমুখি হচ্ছে ম্যানসিটি

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় দ্বিতীয় লেগের ম্যাচে রাতে লাইপজিগের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। বাংলাদেশ সময় রাত ২টায় ম্যাচটি শুরু হবে।

প্রথম লেগে লাইপজিগের মাঠ থেকে ১-১ গোলের ড্র নিয়ে ফিরে ম্যানচেস্টার সিটি। এবার নিজেদের মাঠে জয় তুলে নেয়ার পালা। সেই পথে দারুণ ফর্মে থাকা আরলিং হল্যান্ড হবে সিটিজেনদের মূল ভরসা।

ম্যানচেস্টার সিটির কাছে চ্যাম্পিয়নস লিগের শিরোপা এখনও অধরা। কাঁড়ি কাঁড়ি অর্থ খরচ করেও ইউরোপ সেরার মুকুট জিততে পারেনি ইংলিশ ক্লাবটি। ২০১৮ থেকে কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়তে হয়েছে টানা তিনবার। ২০২০-২১ মৌসুমে ফাইনালে পৌঁছেও ধরা দেয়নি শিরোপা। গতবার তো রিয়ালের অলৌকিক পারফরমেন্সে বাদ পড়ে সেমিফাইনাল থেকে। অতীতের ভুল থেকে শিখে এবার শিরোপা জেতার জন্য নিজেদের সর্বস্ব নিংড়ে দেয়ার প্রত্যয় পেপ গার্দিওলার শিষ্যদের। আর কোচ পেপ গার্দিওলার জন্যও চ্যাম্পিয়নস লিগটা গুরুত্বপূর্ণ। ক্যারিয়ার শেষে যে তার মূল্যায়নটা এই চ্যাম্পিয়নস লিগ দিয়েই হবে তা নিজেই জানিয়েছেন এই কোচ।

এদিকে, লিগে দারুণ ফর্মে আছে লাইপজিগও। তাই দারুণ এক ম্যাচের প্রত্যাশা করছে ক্লাবটি।

/এমএন

Exit mobile version