Site icon Jamuna Television

দেশের ফুটবলে নতুন ইতিহাস; শুরু হচ্ছে ‘বাংলাদেশ উইমেন্স সুপার লিগ’

ছবি: সংগৃহীত

নতুন যুগে পা রাখতে যাচ্ছে বাংলাদেশের নারী ফুটবল। দেশের ইতিহাসে প্রথমবারের মতো ‘উইমেন্স ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ’ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

আগামী মে মাসে মাঠে গড়াচ্ছে এই আসর। এই টুর্নামেন্টের ঘোষণা দিয়ে লোগোও ইতোমধ্যে উন্মোচন করেছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

লিগের আনুষ্ঠানিক নামকরণ করা হয়েছে বাংলাদেশ উইমেন্স সুপার লিগ। এই লিগে ছয়টি দল খেলবে। দুইটি ভেন্যুর পরিকল্পনা থাকলেও মূলত সিলেটকে কেন্দ্র করে এগোচ্ছে পরিকল্পনা। সাবিনা, কৃষ্ণাদের জন্য করা হবে বিভিন্ন ক্যাটাগরি। প্রতি দলে ১৭ জন করে ফুটবলার থাকবে। ১২ দেশি ও ৫ জন বিদেশি ফুটবলার স্কোয়াডে থাকবে। বিদেশি ফুটবলারদের মধ্যে দক্ষিণ এশিয়ার তিনজন ফুটবলার নিবন্ধন করতে পারবে দলগুলো। এশিয়ার দেশগুলো থেকে দুইজন নিবন্ধনের সুযোগ রয়েছে।

বাফুফের ব্যবস্থাপনায ও কে-স্পোর্টসের সহযোগিতায় টুর্নামেন্টটি আয়োজিত হবে।

/আরআইএম/এমএন

Exit mobile version