Site icon Jamuna Television

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ: ২২ হাজার বন্দিকে সাধারণ ক্ষমা

সরকারবিরোধী বিক্ষোভের দায়ে আটক প্রায় ২২ হাজার বন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে ইরানে। দেশটির বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি বিষয়টি নিশ্চিত করেন। খবর রয়টার্সের।

এক বিবৃতিতে গোলাম হোসেইন মোহসেনি বলেন, সরকারবিরোধী বিক্ষোভের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত এমন ৮২ হাজার ব্যক্তিকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। এরমধ্যে আটক আছেন ২২ হাজার।

তবে ক্ষমা পাওয়া ব্যক্তিদের কখন মুক্তি দেয়া হবে এ বিষয়ে কিছু স্পষ্ট করে বলা হয়নি। এমনকি তাদের আটক কিংবা তাদের বিরুদ্ধে কখন মামলা দায়ের করা হয়েছিল, সে বিষয়েও কিছু বলেননি ইরানের বিচার বিভাগের প্রধান। ২০২২ সালের সেপ্টেম্বরে পুলিশি হেফাজতে মৃত্যু হয় ইরানের কুর্দি তরুণী মাহশা আমিনির। এরই প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পুরো দেশ। আটক করা হয় বহু মানুষকে। সহিংসতায় প্রাণ যায় ৪ শতাধিক বিক্ষোভকারীর।

/এমএন

Exit mobile version