Site icon Jamuna Television

তিনদিনে দ্বিতীয়বারের মতো মিসাইল ছুড়লো উত্তর কোরিয়া

আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। মঙ্গলবার (১৪ মার্চ) পূর্ব উপকূল থেকে দু’টি স্বল্পপাল্লার ব্যালেস্টিক মিসাইল ছোড়ে দেশটি। প্রতিবেশী জাপান ও দক্ষিণ কোরিয়া নিশ্চিত করেছে এ তথ্য। খবর আল জাজিরার।

জানা গেছে, স্থানীয় সময় সকাল ৭টা ৪১ মিনিটের দিকে ছোড়া হয় প্রথম মিসাইলটি। ১০ মিনিটের ব্যবধানে ছোড়ে আরও একটি ক্ষেপণাস্ত্র। এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানান, পিয়ংইয়ংয়ের কর্মকাণ্ড পর্যবেক্ষণে নজরদারি বাড়িয়েছে তারা।

এদিকে, মিসাইল সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছে জাপান। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার জবাবে, তিনদিনে দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। ২৩ মার্চ পর্যন্ত চলবে ওয়াশিংটন-সিউলের বিশাল মহড়া।

চলতি মাসের শুরুতে, সামরিক অনুশীলনের পরিধি বাড়ানোর নির্দেশ দেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। সত্যিকারের যুদ্ধের প্রস্তুতি নেয়ার কথাও বলেন তিনি।

এসজেড/

Exit mobile version