Site icon Jamuna Television

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যসহ নিহত ২

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে মেহেরপুর মুজিবনগর সড়কের নতুনগ্রাম নামক স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দুইজন মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের কুদ্দুস আলীর ছেলে রাহিদুল ইসলাম (২৩) ও আজমত শেখের ছেলে বিজন হোসেন (২০)। রাহিদুল যশোর জেলায় কর্মরত আনসার সদস্য এবং বিজন
মুজিবনগর ডিগ্রী কলেজের মানবিক ২য় বর্ষের ছাত্র।

জানা গেছে, মঙ্গলবার ভোরে আনসার সদস্য রাহিদুলকে চুয়াডাঙ্গা স্টেশনে পৌঁছে দেয়ার জন্য তাকে সাথে নিয়ে বিজন মোটরসাইকেলে দারিয়াপুর থেকে চুয়াডাঙ্গার উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর নতুনগ্রাম ঈদগাহ মাঠের কাছে পৌঁছালে সড়কের পাশে একটি মেহগনি গাছের সাথে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। এ সময় পাশের ধানক্ষেতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের।

পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। মোটরসাইকেলটি
সদর থানায় নিয়ে যাওয়া হয়েছে।

মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

এসজেড/

Exit mobile version