Site icon Jamuna Television

নিউজিল্যান্ডের ওয়ানডে দল ঘোষণা; আইপিএলের জন্য নেই উইলিয়ামসন-কনওয়ে-সাউদি

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। আইপিএল খেলবেন বলে দলে নেই কেন উইলিয়ামসন, ডেভন কনওয়ে, টিম সাউদি ও মিচেল সান্টনারের নাম। তাদের বিপরীতে নতুন মুখ হিসেবে দলে ঠাঁই পেয়েছেন চ্যাড বোয়েস ও বেন লিস্টার।

এছাড়া, ফিন অ্যালেন, লকি ফার্গুসন ও গ্লেন ফিলিপসকে পাওয়া যাবে শুধু ২৫ মার্চ, প্রথম ওয়ানডের জন্য। এরপর তারা আইপিএল খেলতে ভারতে উড়াল দেবেন। টুর্নামেন্টটি শুরু হবে ৩১ মার্চ।

এদিকে, দীর্ঘ বিরতির পর সীমিত ওভারের ক্রিকেটের জন্য দলে নেয়া হয়েছে টম ব্লান্ডেলকে। এর আগে সর্বশেষ তিনি ২০২১ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ সফরের ওয়ানডে দলে ছিলেন। তবে গত এক বছর সাদা পোশাকে নিয়মিত খেললেও তাকে নেয়া হয়নি রঙিন পোশাকের দলে। তার সঙ্গে এই সিরিজে ফিরছেন উইল ইয়াং।

আগামী ২৫, ২৮ ও ৩১ মার্চ লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের লড়াইয়ে নামবে স্বাগতিক নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ড ওয়ানডে স্কোয়াড: টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, টম ব্লান্ডেল, চ্যাড বাওয়েস, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, লুকি ফার্গুসন, ম্যাট হেনরি, বেন লিস্টার, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, হেনরি শিপলি, ইশ সোধি, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।

/আরআইএম/এমএন

Exit mobile version