Site icon Jamuna Television

রিয়ালের পক্ষে সিদ্ধান্তের জন্য রেফারিকে আটকে রাখার চেষ্টা

ছবি: সংগৃহীত

রুমে রেফরিকে আটকে রাখার চেষ্টার অভিযোগ উঠেছে রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের বিরুদ্ধে। স্প্যানিশ লিগের সাবেক রেফরি এদুয়ার্দো ইতুরালদো গঞ্জালেস এমন মন্তব্য করেন। খবর কাদেনা সারের

এদুয়ার্দো ইতুরালদো গঞ্জালেস জানান, তাকে রুমে আটকে রেখে রিয়ালের পক্ষে সিদ্ধান্তের জন্য চাপ দেয়া হয়েছিল। দেপোর্তিভোর বিপক্ষে একটি ম্যাচে তার সাথে এমনটা হয়েছিল বলে জানিয়েছেন।

স্পেনে রেফরিং করা সবচেয়ে কঠিন বলে এর আগেও জানিয়েছিলেন গঞ্জালেস। বার্সেলোনার বিপক্ষে রেফারিং ইস্যুতে কথা উঠার পর এবার রিয়াল মাদ্রিদ নিয়েও বোমা ফাটে। ১৯৯৫ থেকে ২০১২ সাল পর্যন্ত লা লিগায় রেফরির দায়িত্ব পালন করেন এই স্প্যানিশ রেফারি।

https://twitter.com/SrNaninho/status/1634218220801458176?s=20

এদিকে, শুক্রবার (১০ মার্চ) বার্সেলোনার বিরুদ্ধে মামলা করার বিষয়টি জানায় স্পেনের পাবলিক প্রসিকিউটর অফিস। মামলার কারণ হিসেবে জানা যায়, ২০০১ থেকে ২০১৮ সালের মধ্যে নেগরেইরার কোম্পানি ‘ডিএএসএনআইএল নাইন্টি ফাইভ’-কে বার্সেলোনার পক্ষ থেকে ৭৩ লাখ ইউরো দেয়ার অভিযোগ আছে। এছাড়া গত মাসে শুরুতে খবর বের হয়, ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে নেগরেইরার কোম্পানিকে ১৪ লাখ ইউরো দিয়েছে বার্সেলোনা।

/আরআইএম/এমএন

Exit mobile version