Site icon Jamuna Television

ইংলিশদের ধবলধোলাইয়ের লক্ষ্যে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ; তানভীরের অভিষেক

ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে সাকিব আল হাসানের দল। এবার তাদের লক্ষ্য ইংলিশদের হোয়াইটওয়াশের লজ্জা দেয়া। বাটলার বাহিনীকে ধবলধোলাই করার লক্ষ্য নিয়ে তৃতীয় ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করবে বাংলাদেশ। এ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে তরুণ স্পিনার তানভীর ইসলামের।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হতে যাচ্ছে মঙ্গলবার (১৪ মার্চ) দুপুর ৩টায়। দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে টাইগাররা। আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন নাসুম আহমেদ ও আফিফ হোসেন। তাদের পরিবর্তে অভিষেক হচ্ছে স্পিনার তানভীর ইসলামের। সদ্য শেষ হওয়া বিপিএলে দুর্দান্ত পরফর্ম করার পুরস্কার পাচ্ছেন তিনি। এছাড়াও দলে জায়গা পেয়েছেন শামীম পাটোয়ারী।

বাংলাদেশ একাদশ: রনি তালুকদার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, শামীম পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ: ফিল সল্ট, জস বাটলার (অধিনায়ক), ডেভিড মালান, বেন ডাকেট, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, জফরা আর্চার ও রেহান আহমেদ।

/আরআইএম

Exit mobile version