Site icon Jamuna Television

লিটন-শান্ত’র ব্যাটে বড় সংগ্রহের পথে টাইগাররা

ছবি: সংগৃহীত

প্রথমবারের মত ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের হাতছানি বাংলাদেশের সামনে। মিরপুরে ৩য় ও শেষ টি-টোয়েন্টিতে লিটনের অর্ধশতকে বড় সংগ্রহের পথে হাঁটছে স্বাগতিকরা।

সিরিজে প্রথমবারের মত আগে ব্যাট করার সুযোগ পায় বাংলাদেশ। সেই সুযোগকে কাজে লাগিয়ে দলকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার লিটন দাস আর রনি তালুকদার। এই দুই ওপেনারের ৪৫ বলে ৫৫ রানের জুটি ভাঙে রনি ২২ বলে ২৪ রান করে আদিল রশিদের কাছে কট অ্যান্ড বোল্ড হলে।

এরপর আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন লিটন। নাজমুল শান্তকে সাথে নিয়ে গড়েন পঞ্চাশোর্ধ রানের জুটি। পাশাপাশি ৪১ বলে তুলে নেন ক্যারিয়ারের ৯ম হাফ-সেঞ্চুরি। এর আগে টি-টোয়েন্টিতে ৬৯ রান ছিল লিটনের সর্বোচ্চ রান। এদিন সেটিকেও ছাড়িয়ে যান এই ওপেনার।

অপর প্রান্তে নাজমুল শান্ত’ও নিজের স্বভাবসূলভ ব্যাটিং করে যাচ্ছেন। সম্ভাবনা রয়েছে টি-টোয়েন্টির ৪র্থ অর্ধশতক তুলে নেবার।

এ এইচ/ইউএইচ/

Exit mobile version