Site icon Jamuna Television

বান্দরবানে গ্রেফতারকৃত ৯ জঙ্গিকে কারাগারে প্রেরণ

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার প্রশিক্ষণ কমান্ডার দিদার হোসেনসহ ৯ জঙ্গিকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গ্রেফতারকৃতদের হাজির করা হলে তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক নুরুল হক।

জঙ্গিরা হলেন- আল আমিন সর্দার ওরফে আব্দুল্লাহ বাহাই (২৯), সাইনুন ওরফে হুজাইফা রায়হান (২১), তাহিয়াত চৌধুরী ওরফে পাবেল (১৯), লোকমান মিয়া (২৩), ইমরান হোসেন ওরফে শান্ত (৩৫), আমির হোসেন (২১), আরিফুর রহমান ওরফে লাইলেং (২৮), শামিম মিয়া ওরফে বাকলাই (২৪)।

পুলিশ জানায়, গত রোববার ভোরে টংকাবতী এলাকার অভিযান চালিয়ে ৯ জঙ্গিসহ বিভিন্ন অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে র‍্যাব। তাদের বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে বান্দরবান সদর থানায় মামলার করা হয়েছে।

ইউএইচ/

Exit mobile version