ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় উদ্ধার হওয়া ১৭ অভিবাসনপ্রার্থীর সবাই বাংলাদেশি বলে জানা গেছে। তবে, এখনও নিখোঁজ রয়েছেন ওই নৌকার আরও ৩০ আরোহী। খবর রয়টার্সের।
সোমবার (১৩ মার্চ) উদ্ধারকর্মীদের বরাতে এ তথ্য নিশ্চিত করে ইতালির বার্তা সংস্থা এএনএসএ।
জীবিত ফেরাদের বক্তব্য, রোববার (১২ মার্চ) বেনগাজির ১৭৭ কিলোমিটার দূরে দুর্ঘটনার কবলে পড়ে নৌকাটি। ওই নৌকার যাত্রীদের বেশিরভাগই ছিলেন বাংলাদেশি। এছাড়া মধ্যপ্রাচ্য ও আফ্রিকার নাগরিকরাও রয়েছেন।
জানা গেছে, ভূমধ্যসাগরে চলমান তল্লাশি অভিযানে ইতালিকে সহযোগিতা করছে দুটি বাণিজ্যিক জাহাজ। তাছাড়া, ইউরোপিয়ান ইউনিয়ন বর্ডার এজেন্সি- ফ্রন্ট্যাক্সের হেলিকপ্টার আকাশপথে টহল দিচ্ছে বলেও জানা গেছে।
প্রসঙ্গত, গত ২৬ ফেব্রুয়ারি ইতালি উপকূলে নৌকাডুবিতে প্রাণ হারান ৭৯ জন। গত সপ্তাহেও ভূমধ্যসাগর থেকে উদ্ধার করা হয় দেড় হাজারের মতো অভিবাসনপ্রার্থীকে।

