ব্যস্ত শিডিউলে খুব বেশি প্রভাব ফেলবে না টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে: রোহিত

|

ছবি: সংগৃহীত

ক্রিকেটের ব্যস্ত সূচিতে মুখোমুখি দাঁড়িয়ে আইপিএল ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ২৮ মে ফ্র্যাঞ্চাইজি লিগটির ফাইনালের ১০ দিন পর শুরু হবে সাদা বলের শ্রেষ্ঠত্বের লড়াই। ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলছেন, ব্যস্ত শিডিউল খুব বেশি প্রভাব ফেলবে না ফাইনালে।

ক্রিকেটের ধুন্ধুমার লড়াইয়ে আলাদা করে আলো কাড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। প্লেয়ার ড্রাফট থেকে নিয়ে শুরু করে ম্যাচ বাই ম্যাচে আগ্রহ থাকে ক্রিকেটপ্রেমীদের। আর লিগ’টা যদি হয় আইপিএল তাহলে আরও একধাপ এগিয়ে থাকে।

তবে এবার ব্যস্ত ক্রিকেট সূচির প্রভাব পড়তে যাচ্ছে আইপিএল ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে। ২৮ মে আইপিএলের ফাইনালের পর ৭ জুন ওভালে গড়াতে যাচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। নিজেদের তৈরির জন্য দুই ফাইনালিস্ট ভারত ও অস্ট্রেলিয়ার হাতে সময় থাকছে মাত্র ১০ দিন। একদিকে সাদা বলের খাটো ফরম্যাটের উত্তাপ অন্যদিকে লাল বলের মর্যাদার লড়াইয়ে কিছুটা মধুর বিড়ম্বনায় দু’দল। তবে ভারত অধিনায়ক বলছেন ভিন্ন কথা।

ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেন, আইপিএল শেষ করেই টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুতি নেয়া কিছুটা ধকলের। তবে যেকোনো পরিস্থিতিতেই নিজেদের মানিয়ে নেয়ার নীতিতে বিশ্বাস করি আমি। আশা করি এমন ব্যস্ত শিডিউল প্রভাব ফেলবে না টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। নিজেদের তৈরি করতে সর্বোচ্চ প্রস্তুতি নেবো আমরা।

প্রস্তুতির যে ঘাটতি রাখা হচ্ছে না সেটার ইঙ্গিতও দিয়ে রেখেছেন রোহিত শর্মা। জানান পেসাররা অভ্যস্ত হচ্ছেন ডিউক বলে।

আহমেদাবাদ টেস্টে অস্ট্রেলিয়ার সাথে ড্র করে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করে ভারত। আর নিউজিল্যান্ডের কাছে শেষ বলে হেরে সাদা পোশাকের শ্রেষ্ঠত্বের মঞ্চ থেকে ছিটকে যায় শ্রীলঙ্কা।

আরআইএম/ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply