Site icon Jamuna Television

লক্ষ্ণৌতে যাত্রীর গায়ে প্রস্রাব করে দিলেন টিটি

ছবি: সংগৃহীত

যাত্রীর টিকিট চেক করতে গিয়ে এক নারী যাত্রীর গায়ে প্রস্রাব করে দিয়েছেন চেকার। এ ঘটনার সময় কালেক্টর মাতাল ছিলেন বলে জানা গেছে। খবর এনডিটিভি’র।

রোববার (১২ মার্চ) ভারতের অকাল তখত এক্সপ্রেসে ঘটনাটি ঘটেছে।

প্রতিবেদনে বলা হয়, ওই নারী তার স্বামীর সাথে ট্রেনে ভ্রমণ করছিলেন। দু’জনেই অমৃতসরের বাসিন্দা। রাতের ট্রেনে তারা অমৃতসর থেকে কলকাতা যাচ্ছিলেন।

ঘটনা ঘটনার পর যাত্রীরা হট্টগোল শুরু করে। পরে জানা যায়, একজন টিটি মাতাল অবস্থায় নারী যাত্রীর মাথায় প্রস্রাব করে দেন। ওই টিটির নাম মুন্না কুমার।

/এনএএস

Exit mobile version