
ছবি: সংগৃহীত
খেলা চলাকালীন প্রধানমন্ত্রী একাধিকবার কল করেছেন। এমনকি লিটন দাস যখন চার-ছক্কা মারছিল তখন তিনি ফোন দিয়ে বলেন, এতো ছয় মারতে গেলে আউট হয়ে যায় যদি! তখন আমি বলি, এখন আউট হলে সমস্যা নাই। আর মাত্র কয়েকটা ওভার বাকি আছে। এই খেলায় মারতেই হবে।
ইংল্যান্ডকে টি-টোয়েন্টিতে ‘বাংলাওয়াশ’ করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কথা জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটা বল বাই বল খেলা দেখেছেন। খেলার মধ্যে অনেকবার কল করেছেন তিনি আমাকে। খেলা শেষেও তিনি আমাকে কল করেন। সকলকে অভিনন্দন জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী অনেক খুশি হয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ কল্পনাই করিনি।
/এনএএস



Leave a reply