Site icon Jamuna Television

ঝিনাইদহে ‘জিনের বাদশা’ গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে জিনের বাদশা পরিচয়ে প্রতারক চক্রের মূলহোত মাজেদুলকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১৪ মার্চ) সকালে তাকে শহরের আরাপপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাজেদুলের বাড়ি সদর পৌরসভার ভুটিয়াগাতি গ্রামে।

র‌্যাব সূত্রে জানা যায়, জিনের বাদশা প্রতারক মাজেদুল সদর উপজেলার হরিপুর গ্রামের নাসির উদ্দিনের সাথে বন্ধুত্ব সম্পর্ক গড়ে তোলেন। এরপর নাসিরের পুকুরে পিতলের কলসির মধ্যে কোটি টাকা মূল্যের সম্পদ আছে বলে জানায়। জিনের মাধ্যমে উক্ত সম্পদ তুলে দেয়ার প্রলোভন দেখিয়ে মাজেদুল ও তার সহযোগীদের নিয়ে কৌশলে নাসিরের কাছ থেকে ৭ লক্ষ টাকা হাতিয়ে নেয়। ভুক্তভোগী নাসির প্রতারণার বিষয়টি বুঝতে পেরে প্রতারক চক্রের কাছে টাকা ফেরত চাইলে তাকে বিভিন্নভাবে হুমকি দেয়। পরে ভুক্তভোগী নাসির সদর থানায় একটি প্রতারণা মামলা করেন।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হুসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে প্রতারক চক্রের মূলহোতা জিনের বাদশা মাজেদুল শহরের আরাপপুরে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ইউএইচ/

Exit mobile version