Site icon Jamuna Television

মদিনায় মালাউইর মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

অধিনায়ক জামাল ভূঁইয়ার ফেসবুক পেজ থেকে নেয়া ছবি।

এক ক্লোজড ডোর অনুশীলন ম্যাচে মালাউই জাতীয় ফুটবল দলের মুখোমুখি হবে বাংলাদেশ। বুধবার (১৫ মার্চ) মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল্লাহযাইজ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়।

এ মুহূর্তে অনুশীলন ক্যাম্পের জন্য সৌদি আরবের মদিনায় অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ম্যাচের আগে আজ নিজেদের শেষ অনুশীলন সেরেছেন জামাল ভূঁইয়ারা। সেখানে জিম সেশনসহ মাঠে অনুশীলন করে পুরো দল।

আফ্রিকার দল হওয়ায় মালাউইর সাথে ম্যাচ আয়োজনকে বাংলাদেশ দলের জন্য দারুণ এক সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশের কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা। সেই সাথে এ অনুশীলন ক্যাম্প যে দলের জন্য প্রয়োজনীয় ছিল সেটিও জানান তিনি।

ক্যাম্প শেষে ১৭ মার্চ দল সৌদি আরব থেকে সরাসরি সিলেট পৌঁছাবে। সেখানে ২২ মার্চ থেকে শুরু হবে তিন জাতির ফুটবল টুর্নামেন্ট।

বাংলাদেশ ফুটবল দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেন, ছেলেরা বেশ ভাল অবস্থায় আছে। তারা এখানে অনুশীলনে করে নিজেদের স্কিল আরও ভালভাবে ঝাঁলিয়ে নিতে পেরেছে। বুধবার মালাউইর সাথে আমাদের ম্যাচ দিয়ে এ ক্যাম্প সম্পন্ন হবে। তারা বেশ ভাল দল। আশা করছি বেশ প্রতিযোগিতাপুর্ণ একটি ম্যাচ হবে।

/এসএইচ

Exit mobile version