Site icon Jamuna Television

কৃষ্ণসাগরে মার্কিন ড্রোন ও রুশ যুদ্ধবিমানের সংঘর্ষ

ছবি: সংগৃহীত

রাশিয়ার একটি যুদ্ধবিমান ও যুক্তরাষ্ট্রের একটি ড্রোনের মধ্যে কৃষ্ণসাগরের আকাশসীমায় সংঘর্ষ হয়েছে। খবর ফক্স নিউজ‘র।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, রাশিয়ার দু’টি এসইউ-২৭ যুদ্ধবিমানের একটির সাথে সংঘর্ষের ফলে মানব আরোহীবিহীন মার্কিন এমকিউ-৯ ড্রোনটি ভূপাতিত হয়েছে।

ড্রোনটি আন্তর্জাতিক আকাশসীমায় রুটিন টহল করছিল, এমন সময় রাশিয়ার দু’টি যুদ্ধবিমান তাদের সামনে বাধা সৃষ্টি করেছে বলে জানায় মার্কিন সামরিক বাহিনী।

হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি বলেছেন, কৃষ্ণসাগরের উপরে যুক্তরাষ্ট্রের আকাশযানের রুশদের মুখোমুখি হওয়ার ঘটনা বিরল নয়, তবে এবারই প্রথম সংঘর্ষ হলো এবং বিধ্বস্তের ঘটনা ঘটল।

/এনএএস

Exit mobile version