Site icon Jamuna Television

রুশ যুদ্ধবিমানের সাথে সংঘর্ষে কৃষ্ণ সাগরে বিধ্বস্ত মার্কিন ড্রোন

ছবি : সংগৃহীত

রাশিয়ার যুদ্ধবিমানের সাথে সংঘর্ষে যুক্তরাষ্ট্রের মনুষ্যবিহীন একটি ড্রোন কৃষ্ণ সাগরে বিধ্বস্ত হয়েছে। বুধবার (১৫ মার্চ) এক বিবৃতিতে এ দিয়েছে মার্কিন সেনাবাহিনী। খবর রয়টার্সের।

বিবৃতিতে জানায়, মঙ্গলবার ইউরোপীয় সময় সকাল ৭টা নাগাদ সংঘটিত হয় এ ঘটনাটি। আন্তর্জাতিক আকাশসীমায় এম কিউ নাইন উড়োযানটি নিয়মিত টহল দিচ্ছিল। পথে গতিরোধ করে রাশিয়ার দুটি ফাইটার জেট। অনেকটা পথ তাড়া করে, বাধে সংঘর্ষ। সুখয় টোয়েন্টি সেভেন জেটগুলো বেপোরোয়াভাবে ড্রোনটির ওপর জ্বালানি ছড়াচ্ছিল। যা পুরোপুরি অপেশাদারি আচরণ।

একপর্যায়ে কৃষ্ণ সাগরে বিধ্বস্ত হয় মার্কিন ড্রোনটি। বিচ্ছিন্ন হয় সব যোগাযোগ। এ ঘটনায় ওয়াশিংটনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।

মস্কো অবশ্য জানিয়েছে, নজরদারি ড্রোনটি ট্রান্সপন্ডার্স বন্ধ রেখেছিল। মূলত, গতিবিধি পর্যবেক্ষণের জন্য এ প্রযুক্তি ব্যবহৃত হয়। সে কারণেই, বাড়িয়েছে সন্দেহ। কৌশল প্রয়োগ করলেও, সম্মুখ সংঘর্ষের কথা অস্বীকার করেছে রাশিয়ার বিমান বাহিনী।

এএআর/

Exit mobile version