Site icon Jamuna Television

মালাউইতে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে প্রাণহানি ২শ’ ছাড়ালো

প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের তাণ্ডবে পূর্ব আফ্রিকার দেশ মালাউইতে প্রাণহানি ২শ’ ছাড়িয়েছে। এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অনেকে। ১০ জেলায় জারি করা হয়েছে জরুরি দুর্যোগপূর্ণ পরিস্থিতি। খবর রয়টার্সের।

এসব জেলায় নদ-নদীর পানি বেড়ে তলিয়েছে ঘরবাড়ি, রাস্তাঘাট। এখনও চলছে তীব্র হাওয়া ও বৃষ্টিপাত। বিদ্যুৎহীন দেশের বেশিরভাগ অঞ্চল। শনিবার আঘাত হানা ঝড়ের প্রভাবে ভূমিধসের শিকার অনেক এলাকা। বাস্তুচ্যুত হাজার হাজার মানুষ। ভেঙে পড়েছে সেতু, রাস্তাঘাট। ভারি বৃষ্টির কারণে ত্রাণ ও উদ্ধারে ব্যবহার করা যাচ্ছে না হেলিকপ্টারও।

দূষিত পানির প্রভাবে কলেরা ছড়িয়ে পড়ার শঙ্কা জানিয়েছে ত্রাণ সংস্থাগুলো। মালাউই এর পর মাদাগাস্কার ও মোজাম্বিকে ধ্বংসযজ্ঞ চালিয়েছে ঘূর্ণিঝড় ফ্রেডি। মোজাম্বিকে ২০ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। তবে আশঙ্কা, প্রকৃত প্রাণহানি আরও অনেক বেশি।

/এমএন

Exit mobile version