Site icon Jamuna Television

চ্যাম্পিয়নস লিগের নকআউট ম্যাচে ৫ গোল করে মেসির পাশে হাল্যান্ড

ছবি: সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ফেভারিট ম্যানচেস্টার সিটি। আর্লিং হাল্যান্ডের গোল বন্যার রাতে আরবি লাইপজিগকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে সিটিজেনরা। নরওয়েজিয়ান তারকা হাল্যান্ড একাই করেছেন পাঁচ গোল। তাতেই হলো দারুণ এক কীর্তি। লিওনেল মেসির পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের ম্যাচে ৫ গোল করার কীর্তি গড়েছেন এই গোলমেশিন।

ছবি: সংগৃহীত

প্রথমার্ধেই মৌসুমে নিজের পঞ্চম হ্যাটট্রিক তুলে নেয়ার পর আরও ২ গোল করে লিওনেল মেসির পাশে নাম লেখান হাল্যান্ড। ২০১২ সালে বেয়ার লেভারকুসেনের বিপক্ষে ৫ গোল করেছিলেন মেসি। হাল্যান্ড এখানেও দ্রুততম। মেসি ৮৪ মিনিটে ৫ গোল করেছিলেন। অন্যদিকে, মাত্র ৫৭ মিনিটে ৫ গোল পূর্ণ করেন এই নরওয়েজিয়ান তারকা।

মেসির রেকর্ডটি বোধহয় গার্দিওলাই বাঁচিয়ে দেন। কারণ, ম্যাচের ৬৩ মিনিটে হাল্যান্ডকে তুলে নিয়ে হুলিয়ান আলভারেসকে নামান সিটি বস। নয়তো গোলসংখ্যা এ দিন হয়তো আরও বাড়তে পারতো!

সিটির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৬ ম্যাচে হাল্যান্ডের হয়ে গেছে ৩৯ গোল। এছাড়াও, সিটির হয়ে এক মৌসুমে সবচেয়ে বেশি গোলের নতুন রেকর্ড গড়েন তিনি, ৩৯টি। ৯৪ বছর এই রেকর্ড ধরে দখলে রেখেছিলেন টমি জনস্টোন। হাল্যান্ড গতকাল নিজের শেষ গোলটি করে জনস্টোনকে পেছনে ফেললেন মার্চেই!

/আরআইএম

Exit mobile version