Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মহড়া, সামরিক সরঞ্জাম পারাপারে তৈরি হচ্ছে সেতু

এপি থেকে সংগৃহীত ছবি।

সামরিক সরজ্ঞাম ও যান চলাচলের জন্য অস্থায়ী সেতু নির্মাণের মাধ্যমে সামরিক শক্তি প্রদর্শন করলো যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। বুধবার (১৫ মার্চ) এ তথ্য নিশ্চিত করে সিউলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর এপি নিউজের।

জানা গেছে, দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল থেকে ৬৫ কিলোমিটার উত্তরে ইয়নচেয়নে যৌথ সামরিক মহড়ার অনুশীলন করে দুই দেশ। এতে অংশ নেয় প্রায় চার শতাধিক সৈন্য। এর পাশাপাশি, দুই দেশের পঞ্চাশটি সামরিক সরঞ্জাম ,ও দুটি অ্যাপাচি হেলিকপ্টারও ব্যবহার করা হয়।

ওয়েট গ্যাপ ট্রেনিংয়ের জন্য গত সোমবার (১৩ মার্চ) দক্ষিণ কোরিয়ার ইজমিন নদীর অববাহিকায় দুই দেশের সেনারা নির্মাণ করেছেন ১৮০ মিটারের একটি ভাসমান ব্রিজ।

এদিকে, দক্ষিণ কোরিয়ার এ সামরিক মহড়ার নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। গত দুই দিন আগে মহড়ার শুরুতেই দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা।

/এসএইচ

Exit mobile version