Site icon Jamuna Television

কুর্মিটোলার সামনে আবারও সড়ক দুর্ঘটনা, আহত ১

রাজধানীর বিমানবন্দর সড়কে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে আবারও সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার পর নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যান ফুটপাথে উঠে গেছে। এতে আহত হয়েছেন চালক।

দুর্ঘটনার সময় ফুটপাথে পথচারি না থাকায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। তবে কাভার্ড ভ্যানটি ফুটপাথে উঠে যাওয়ায় পাশে থাকা দেয়াল ভেঙ্গে গিয়েছে।

এদিকে দুর্ঘটনার পর আহত চালককে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে পরে পঙ্গু হাসপাতালে নেয়া হয়।

এর আগে গত রোববার একই জায়গায় বাস চাপায় শহিদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনার পর থেকে নিরাপদ সড়কের দাবিতে রাজধানীসহ সারাদেশে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

Exit mobile version