Site icon Jamuna Television

‘এইতো সেদিন এয়ারপোর্টে হঠাৎ দেখা’

ছবি: সংগৃহীত

দুইজন দুই ঘরানার। একজন সিনেমা ও নাটকের এবং আরেকজন খেলার। দু’জনই বিভিন্ন জায়গায় করেন দেশের প্রতিনিধিত্ব। বলছি চঞ্চল চৌধুরী ও মাশরাফী বিন মোর্ত্তজার কথা।

সম্প্রতি দু’জনের এয়ারপোর্টে দেখা হয়। সেই মুহূর্তটা ক্যামেরাবন্দি করতে ভোলেননি চঞ্চল চৌধুরী। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে বুধবার (১৫ মার্চ) সেই ছবি পোস্ট করেছেন তিনি।

পোস্টে তিনি লেখেন, এইতো সেদিন এয়ারপোর্টে হঠাৎ দেখা, ‘ভাই আমার’ বলে জড়িয়ে ধরা। অনেক বেশী আপন করে নেয় এই মানুষটা।

পোস্টের শেষে তিনি আরও লেখেন, এই তো আমাদের ক্যাপটেন ম্যাশ। মাশরাফী বিন মোর্ত্তজা।

/এনএএস

Exit mobile version