Site icon Jamuna Television

কিংস কাপের সেমিতে আল নাসর; নিষ্প্রভ রোনালদো

ছবি: সংগৃহীত

কিংস কাপ অফ চ্যাম্পিয়নসের শেষ আটের ম্যাচে আবহাকে ৩-১ গোলে হারিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর। দল জয় পেলেও গোলের দেখা পায়নি রোনালদো। মাঝে মাঝে ব্যক্তিগত নৈপুণ্য দেখা গেলেও বেশিরভাগ সময়েই নিষ্প্রভ ছিলেন সিআরসেভেন।

নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ শুরুর এক মিনিট পার না হতেই আল নাসরকে লিড এনে দেন সামি আল নাজেই। ২০ মিনিট পর কোনানের সহায়তায় ব্যবধান বাড়ান আব্দুল্লাহ আল খায়বারি। প্রথমার্ধের যোগ করা সময়ে হলুদ কার্ড দেখেন সিআরসেভেন। বার বার রেফারির সঙ্গে তর্ক করছিলেন তিনি। রেফারি বিরতির বাঁশি বাজানোর পরে হঠাৎই হতাশায় বলে লাথি মারেন পর্তুগিজ সুপারস্টার।

দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে আল নাসরের হয়ে তৃতীয় গোলটি করেন মোহাম্মেদ মারান। ম্যাচের ৬৯ মিনিটে আবহার হয়ে একমাত্র গোলটি করেন আবদেল ফাতাহ আদম। এদিকে লাল কার্ড দেখার শঙ্কায় রোনালদোকে পুরো ম্যাচ খেলাননি রুডি গার্সিয়া। নির্ধারিত সময়ের ৩ মিনিট আগে পর্তুগিজ অধিনায়কের বদলে তিনি মাঠে নামান ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার কাম ফরওয়ার্ড তালিস্কা। তবে তার আগেই জয় নিশ্চিত হয়ে যায় আল নাসরের।

সেমিফাইনালে আল নাসরের প্রতিপক্ষ আল ওয়েহদা।

/আরআইএম

Exit mobile version